Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

আজ নাবিলার গায়ে হলুদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৮, ০৭:৪১ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০১৮, ০৭:৪১ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

আয়নাবাজি খ্যাত অভিনেত্রী নাবিলা। সোমবার (২৩ এপ্রিল) রাতে ঢাকার একটি কনভেনশন সেন্টারে তার গায়ে হলুদের অনুষ্ঠান। আর ২৬ এপ্রিল ঢাকার আরেকটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা।

বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে স্বামী সহ সৌদি যাওয়ার কথা ছিল। ওমরাহ করার পর হানিমুনে যাবেন বলে সিদ্ধান্ত নেন তারা। তবে এর মধ্যেই মত পাল্টেছেন। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের পরদিন ২৭ এপ্রিল জোবায়দুল হককে প্রাতিষ্ঠানিক কাজে যেতে হবে ম্যানচেস্টারে এবং তাতে সঙ্গী হচ্ছেন স্ত্রী নাবিলা।

এ প্রসঙ্গে নাবিলা বলেন, ‘বিয়ে আর হলুদে জামাকাপড়ের আশি ভাগ দেশ থেকে নেওয়া, বাকি ২০ ভাগ কলকাতা থেকে কিনেছি। বিয়ের পোশাকের নকশা আমি নিজেই দিয়েছি।রিমকে (জোবায়দুল হকের ডাকনাম) ওর অফিস থেকে একটি ক্যাম্পেইন কাজের জন্য ম্যানচেস্টার পাঠাচ্ছে। সেখানে তাঁকে চার দিন থাকতে হবে। রিমের ইচ্ছা, ওর সঙ্গে আমিও যেন যাই। এরপর সবকিছুর প্রস্তুতি নেওয়া হয়।’

তিনি আরো বলেন, 'সেখানে চার দিন অফিসের কাজেই ব্যস্ত থাকবে, কাজের ফাঁকে আমাকে কিছু সময় দেবে। এটা কোনোভাবে হানিমুন না। ২ মে দেশে চলে আসব। এসেই আবার কাজ শুরু করব।’

Bootstrap Image Preview