Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

কালো হিমিকে নিয়ে নাঈমের সংসার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৮, ১২:২১ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০১৮, ১২:২১ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

আমাদের সমাজে কালোবর্ণ একটা অভিশাপ। কালো বর্ণকে অযোগ্যতা হিসেবে দেখা হয়। কালো মানুষগুলো সমাজে নানা প্রতিবন্ধকতায় পড়েন। তাই দেখা যায়, কেবল গায়ের রং কালো বলে তথাকথিত সাদা সুন্দরের ভিড়ে কোথায় যেন হারিয়ে যায় যোগ্য মানুষ। চারপাশ থেকে বর্ণ সাদা মানুষগুলোর প্রতিনিয়ত অবহেলার শিকার হন। এ কালোবর্ণের এক মেয়ের গল্প নিয়েই নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘মায়াবতী’।

এতে কালো মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। এফএস নাঈমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। গীতালি হাসানের নাট্যরূপে টেলিফিল্মটি পরিচালনা করছেন গোলাম হাবিব লিটু।

এতে অভিনয় প্রসঙ্গে নাঈম বলেন, ‘টেলিফিল্মটির গল্প আমাদের সমাজেরই চিত্র। পৃথিবীর সব দেশেই বর্ণ-বৈষম্য রয়েছে। এটি দেখার পর গল্পটি সবারই পরিচিত গল্প মনে হবে।’ হিমি বলেন, ‘এর গল্প আমাদের সমাজের প্রতিচ্ছবি।

হিমি বলেন, আমার চরিত্রের নাম মায়াবতী। কিন্তু এ মায়াবতীর গায়ের রং কালো বলে সবাই তাকে কাজরী বলে ডাকে। আমরা ভুলে যাই সব রঙের মতো কালো একটা রং। তারপরও এর প্রতি সবার অনীহা। একজন মেয়ে পরিপূর্ণ যোগ্যতাসম্পন্ন হলেও বর্ণ তার কাজে বাধা হয়ে দাঁড়ায়।

সমাজে কালো মেয়েরা যে সমস্যাগুলোর মুখোমুখি হয় নির্মাতা গল্পে সেটি তুলে ধরেছেন। আশা করি সবার ভালো লাগবে।’ টেলিফিল্মটি নজরুলজয়ন্তী উপলক্ষে ২৫ মে কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Bootstrap Image Preview