Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বিয়ের সাজে হাজির নিরব-তিশা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৮, ০৩:৫৭ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৮, ০৩:৫৭ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

বিয়ের সাজে চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা। নিরব তো পুরোদস্তুর আধুনিক বর হয়ে গেছেন, পাশে কনে হিসেবে উপস্থিত রয়েছেন তিশা। তিশার শরীরে দামি শাড়ি, সেই সাথে অলংকার।

কোনো ছবির শুটিং? না।  তাহলে? নাকি কোনো টেলিভিশন বিজ্ঞাপন কিংবা কোনো বিশেষ নাটক? ভক্তদের এমন নানা প্রশ্নে নিরব যখন জর্জরিত তখন নিরব বিষয়টি খোলসা করলেন।

নিরব জানালেন এটি একটি ব্রাইডাল ফটোশুটের ছবি। ঢাকার ফ্যাশন হাউজ ভাসাভি বিয়ের ফটোশুটের আয়োজন করে। আর এতেই মডেল হয়েছেন তারা।

প্রসঙ্গত, এর আগে অভিনেত্রী শবনম ফারিয়া ও মেহজাবিনের সাথে ব্রাইডল ফটোশুটে অংশ নেন নিরব। এবার জনপ্রিয় অভিনেত্রী তিশার সাথে বরের সাজে ফটোশুটে অংশ নিলেন তিনি।

Bootstrap Image Preview