Bootstrap Image Preview
ঢাকা, ২২ সোমবার, অক্টোবার ২০১৮ | ৭ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

জাজের নতুন ছবির নায়িকা বাঁধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৮, ০৩:৪৪ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৮, ০৩:৪৪ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি 'দহন'। ছবিটি নির্মাণ করবেন ‘পোড়ামন ২’ সিনেমার পরিচালক রায়হান রাফি। ছবিটিতে সিয়াম ও পূজা অভিনয় করছেন সেটা প্রকাশ করা হয়েছে আগেই। পরে জানানো হয়েছে নতুন আরও একজনকে নায়িকা হিসেবে নেয়া হচ্ছে। তবে নায়িকা কে হবে সেটা জানানো হয়নি। রহস্যই রাখা হয়েছিল।

রহস্য হিসেবে রাখা এই নায়িকা কে হচ্ছেন? এটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।সিয়াম ও পূজার পাশপাশি যাকে নেয়া হবে তিনি কে? জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল পেজে মম, তানজিন তিশা ও বাঁধনের ছবি পোস্ট করা হয়েছে।

একটি সূত্রে জানা গেছে সে নায়িকা হচ্ছে আজমেরী হক বাঁধন। এত একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন তিনি। আরও জানা যায়, ছবিটিতে আরও অভিনয়ের জন্য প্রথমে মমকে অফার করা হয়। তিনি না করে দিলে বাঁধনকে কাস্ট করা হয়। আর সিনেমায় নাম লেখানোর জন্য বাঁধন কয়েকমাস ধরে জিম করে নিজেকে প্রস্তুত করছেন।

এর আগে বাঁধন ২০১০ সালে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘নিঝুম অরণ্যে’ সিনেমায় সজল বিপরীতে অভিনয় করেন। তার অভিনীত চরিত্রের নাম ছিলো মিলি।

ছবিটিতে আরও অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, নবাগত সুদীপ্ত, সেতু প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে নায়ক আলমগীরকেও।

Bootstrap Image Preview