Bootstrap Image Preview
ঢাকা, ২৫ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০১৮ | ১০ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

লোকাল ট্রেনের অপেক্ষায় আলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৮, ০১:৩৯ PM আপডেট: ১৭ এপ্রিল ২০১৮, ০১:৩৯ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

মুম্বাইয়ের লোকাল ট্রেন ধরেই সাধারণের মতোই যাতায়াত করছেন অভিনেত্রী আলিয়া ভাট। হ্যাঁ, আর পাঁচ জন সাধারণ মানুষের মতো ভিড়ের মধ্যেই স্টেশনে বসে থাকতে দেখা গেছে আলিয়াকে। পরনে লাল টি-শার্ট ও নীল জিন্স এবং মাথায় হিজাব পরে স্টেশনে বসে থাকতে দেখা গেছে তাঁকে।

বিষয়টা ঠিক বুঝলেন না তো? ভাবছেন, হঠাৎ আলিয়া কেন লোকাল ট্রেনে যাতায়াত করতে যাবেন, তাও আবার হিজাব পরে! আসলে এসবই জোয়া আখতারের আগামী ছবি 'গলি বয়'-এর শ্যুটিং এর জন্য। সিওন রেল স্টেশনে ভিড়ের মধ্যেই শ্যুটিং করছিলেন আলিয়া। সেখানেই পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন তিনি।

এছাড়া, এই প্রথমবার আলিয়া-রণবীরকে সিনেমার পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। মুম্বাইয়ের ধারাভি বস্তি থেকে উঠে আসা এক র‌্যাপারের গল্প নিয়েই তৈরি হয়েছে ‘‌গুল্লি বয়’‌ ছবিটি। আলিয়া-রণবীর ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদি, বিজয় বর্মা এবং কল্কি কোয়েচলিনকে।

তবে শুধু আলিয়া কেন রণবীর সিংকেও মুম্বাইয়ের গোড়েগাঁও রেলস্টেশনে শ্যুটিং করতে দেখা গেছে। রণবীরের পরনে ছিল বাদামী রঙের টি-শার্ট ও নীল জ্যাকেট।

Bootstrap Image Preview