Bootstrap Image Preview
ঢাকা, ২৫ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০১৮ | ১০ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

জেল থেকে বেরিয়ে নতুন ছবিতে সালমান !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৮, ০২:৫৭ PM আপডেট: ১৭ এপ্রিল ২০১৮, ০২:৫৭ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। জেল থেকে বের হয়েই নতুন ছবির শুটিং শুরু করে দিয়েছেন ভাইজান। ছবিটি একটি কোরিয়ান ছবির চিত্রনাট্যের অনুসরণে তৈরি হতে যাচ্ছে আলী আব্বাস জাফরের এই ম্যাগনাম ওপাসটি। যার নাম রাখা হয়েছে 'ভারত'।

গত সোমবার (১৬ এপ্রিল) একটি দৃশ্য শুটিংয়ের মাধ্যমে ছবিটি নির্মাণ শুরু হয়। উল্লেখ্য, ২০১৪ সালে কোরিয়ান ছবি 'ওড টু মাই ফাদার' অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে এই ছবিটি। এই ধরনের ছবিকে নির্মাণকে 'অফিসিয়াল অ্যাডাপটেশন' বলা হয়।সালমানের বিপরীতে আছেন বলিউডের আন্তর্জাতিক স্টার প্রিয়াঙ্কা চোপড়া।

'ভারত'-পরিবারে যোগদান প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ভালো লাগছে এই প্রজেক্টটির সাথে কাজ করব ভেবে। বিশেষ করে আলভিরা ও অতুলের সাথে কাজ করতে পারব ভেবে ভালো লাগছে। এটা খুব ভালো একটা ছবি হতে যাচ্ছে কেননা এটি একটি দারুণ টিম।

পরিচালক আলী আব্বাস জাফর ছবিটির প্রথম দৃশ্য চিত্রায়নের একটি ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, শুধু হলো ভারত। একজন মানুষ ও একটি দেশের একসঙ্গে যাত্রার গল্প। আসবে ঈদ ২০১৯-এ।

Bootstrap Image Preview