Bootstrap Image Preview
ঢাকা, ২১ শুক্রবার, সেপ্টেম্বার ২০১৮ | ৬ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

আবারও বড়পর্দায় দেখা যাবে ফারজানা ছবিকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৮, ০১:৩৬ PM আপডেট: ১৬ এপ্রিল ২০১৮, ০১:৩৭ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবিকে আবারও দেখা যাবে বড়পর্দায়। এম সাখাওয়াত হোসেনের পরিচালনায় ছবিটির নাম ‘জমিদার’। এ ছবির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। দেশভাগের সময়ের একটি গল্প নিয়ে এ ছবির কাহিনী তৈরি হয়েছে। এতে ফারজানা ছবি জমিদারের বড় বউয়ের চরিত্রে অভিনয় করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ভাবনা-চিন্তাগুলো প্রতিনিয়ত পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। ভালো ছবিতে, ভালো চরিত্রে অভিনয় করা একজন অভিনয়শিল্পীর সাধনা। আমি সেই সাধনাই করে যাচ্ছি। এ ছবিটিও আমার বেশ ভালোলাগার। এতে ব্যতিক্রমী একটি চরিত্রে আমাকে দেখা যাবে।’

এর আগে মোহাম্মদ হোসেন জেমীর পরিচালনায় ‘নদী কাব্য’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন ছবি। এটিও মুক্তির অপেক্ষায় আছে।

অন্যদিকে তার অভিনীত কয়েকটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এগুলো হল অরণ্য আনোয়ারের পরিচালনায় ‘ফুল এইচডি’, এস এম শাহীনের ‘সোনাভান’, জিএম সৈকতের ‘দিদি’, কায়সার হোসেনের ‘রুপালি প্রান্তরে’। এছাড়া এক খণ্ডের নাটকেও নিয়মিত অভিনয় করছেন ফারজানা ছবি।

Bootstrap Image Preview