Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

সারার জন্মই বাণিজ্যিক সিনেমার জন্যঃ রোহিত শেঠি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৮, ০১:০৩ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৮, ০১:০৩ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

সারা আলী খান সাইফ আলী খান ও অমৃতা সিং মেয়ে। বলিউডে প্রথম সিনেমা হিসেবে কেদারনাথ-এ চুক্তিবদ্ধ হন। এর শুটিংও করছেন তিনি। এছাড়া কয়েকদিন আগে সিম্বা সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এটি পরিচালনা করবেন রোহিত শেঠি।

সারা প্রসঙ্গে সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে রোহিত শেঠি বলেন, ‘আমার সঙ্গে সারার যখন প্রথম দেখা হয়, তখনই বুঝেছিলাম সে সত্যিকারের একজন বাণিজ্যিক সিনেমার নায়িকা। তার জন্মই হয়েছে মাসালা সিনেমার জন্য।’

এ নির্মাতা আরো বলেন, ‘সারা বলেছিল আমার সঙ্গে কাজ করতে চায়। তখন আমার মাথায় আসে, সে সিম্বা সিনেমার জন্য সম্পূর্ণ উপযুক্ত। রণবীরের পাগলামীর সঙ্গে সে সম্পূর্ণ মিলে যাবে। কারণ সিনেমায় তার চরিত্রটাই এমন।’

এর আগে রণবীর সিংকে সিম্বা সিনেমায় নেয়ার কারণ হিসেবে রোহিত বলেছিলেন, ‘চিত্রনাট্যটি রণবীর সিংয়ের সঙ্গে মানায়। এটি সম্পূর্ণ বিনোদনমূলক মাসালা সিনেমা। এই ধরনের সিনেমায় সে আগে অভিনয় করেনি। আমরা এতে অসাধারণ কিছু অ্যাকশন দৃশ্য যোগ করব। আশা করছি সে এটি ভালোভাবেই করতে সক্ষম হবে।’

সিম্বা সিনেমাটি প্রযোজনা করছেন করন জোহর। আগামী ২৮ ডিসেম্বর এটি মুক্তির কথা রয়েছে।

Bootstrap Image Preview