Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, অক্টোবার ২০১৮ | ২ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বলিউড তারকাদের বৈশাখী শুভকামনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৮, ১২:০৯ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৮, ১২:০৯ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

পহেলা বৈশাখ এখন শুধু আর বাঙালি উৎসব নয় তা বুঝতে আর বাকি নেই কারো। প্রতি বছরের মতো ১৪ এপ্রিল পহেলা বৈশাখের আমেজ দেখা গেলো বলিউড তারকাদের মধ্যে। তাইতো নতুন আশার হাওয়ায় শান্তি ও সমৃদ্ধি জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জন্য শুভকামনা জানিয়েছেন তারা।

শনিবার সকাল ১০টা ৫২ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১১টা ২২ মিনিট) কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন টুইট করেছেন, ‘সবাইকে বৈশাখের শুভেচ্ছা। সবার জীবনে শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা ও ঐক্য থাকুক।’

এর কিছুক্ষণ আগে (সকাল ১০টা ২৭ মিনিটে) অভিনেতা অনিল কাপুর টুইটারে লিখেছেন, ‘সৃষ্টিকর্তা সবার ইচ্ছে পূর্ণ করুন। নববর্ষ সবার জীবনে বয়ে আনুক অনেক সাফল্য ও সুখ-সমৃদ্ধি। বৈশাখ শুভ হোক।’

অনিলেরও আগে (সকাল সোয়া ১০টায়) হিন্দি ভাষায় ‘পিঙ্ক’ ছবির অভিনেত্রী তাপসী পান্নু টুইট করেছেন। এর বাংলা করলে দাঁড়ায়, ‘সবাইকে অভিনন্দন।’

তবে সবার আগে সকাল ১০টায় টুইটারে বৈশাখী শুভেচ্ছা জানান সুপারস্টার অক্ষয় কুমার। তিনি পাঞ্জাবি ভাষায় যা লিখেছেন তার বাংলা অনেকটা এরকম, ‘বৈশাখ শুভ হোক। হাসুন ও আনন্দে থাকুন।’

টুইটে নিজের আগামী ছবি ‘কেসারি’র স্থিরচিত্রও শেয়ার করেছেন অক্ষয়। তার মতোই শিখরূপে একটি ছবি ফেসবুকে পোস্ট করে বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা রণদীপ হুদা

Bootstrap Image Preview