Bootstrap Image Preview
ঢাকা, ১৫ শনিবার, ডিসেম্বার ২০১৮ | ১ পৌষ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

‘নববর্ষ’কে বরণ করলেন কর্নিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৮, ১১:৪০ AM আপডেট: ০৯ এপ্রিল ২০১৮, ০৭:০৫ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

প্রথমবারের মতো বৈশাখের একটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের গায়িকা কর্নিয়া। এর মিউজিক ভিডিওতেও থাকছেন তিনি। চমকপ্রদ তথ্য হচ্ছে, গানটির সঙ্গে নাচের মুদ্রা মিলিয়েছেন কর্নিয়া নিজেই।

৮ এপ্রিল বাংলাঢোলের ব্যানারে বেরিয়েছে ‘পাওয়ার ভয়েস’খ্যাত গায়িকা কর্নিয়ার গান ‘নববর্ষ’। অনুরূপ আইচের কথায় এতে সুর ও সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। এর ভিডিও তৈরি করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘নববর্ষ’ উপভোগ করা যাচ্ছে বাংলাঢোলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ দেশের সবক’টি মোবাইলফোনের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

কর্নিয়া বলেন, ‘এটি আমার জীবনে অন্যরকম অভিজ্ঞতা। আমার কাজ গান করা। তবে নিজের গানের সঙ্গে নাচতে খারাপ লাগেনি। নির্মাতা ও অন্যদের সহযোগিতায় গানটি সুন্দরভাবে দর্শকের সামনে হাজির করেছি। আমার পক্ষ থেকে সবার জন্য এই গানটি নববর্ষের উপহার।’

Bootstrap Image Preview