Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, অক্টোবার ২০১৮ | ৩ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অমিতাভ বচ্চন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৮, ০১:৫৯ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৮, ০১:৫৯ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

বলিউডের ‘শাহেনশাহ ও বিগ বি’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। কয়েকদিন ধরে ভারতের যোধপুরে থাগস অব হিন্দুস্তান সিনেমার শুটিং করছিলেন তিনি। ১৩ মার্চ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এ অভিনেতা।

 আজ (১৩ মার্চ) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চার্টার্ড বিমানে একদল চিকিৎসক দ্রুত সেখানে ছুটে যান এবং পরবর্তী চিকিৎসার জন্য তাকে মুম্বাইয়ে নেয়ার ব্যবস্থা করা হয়। সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, গতকাল রাতেও ভালোবোধ করছিলেন বিগ বি, কিন্তু সকাল থেকেই তার শরীর খারাপ হতে থাকে।

গত ৫ মার্চ থাগস অব হিন্দুস্তান সিনেমার শুটিংয়ে যোধপুরে যান অমিতাভ। সেখানে পরিবেশ বেশ উপভোগ করছিলেন তিনি। এমনকি সেখানকার দুর্গের ছবিও তার ব্লগে পোস্ট করেন এ অভিনেতা।

Bootstrap Image Preview