Bootstrap Image Preview
ঢাকা, ২০ বৃহস্পতিবার, সেপ্টেম্বার ২০১৮ | ৫ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

হুমায়ূন কণ্ঠ দিলেন বলিউডের পলক মুচ্ছালের সাথে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৮, ১২:০৫ PM আপডেট: ১৩ মার্চ ২০১৮, ১২:০৮ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

উপমহাদেশে জনপ্রিয়  বলিউড কণ্ঠশিল্পী পলক মুচ্ছাল সাথে কণ্ঠ মেলালেন বাংলাদেশের কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক আহম্মেদ হুমায়ূন। বাংলাদেশের ছবি 'গোপন সংকেত'র জন্য একটি গান নির্মাণ করা হয়েছে। এই গানের কথা লিখেছেন, কলকাতার জননন্দিত গীতিকার প্রসেন মুখার্জি। আহম্মেদ হুমায়ূন পলকের সাথে কণ্ঠ শেয়ারের পাশাপাশি গানের সুরও করেছেন তিনি। আর পুরো ছবির সঙ্গীত আয়োজনও এই উদীয়মান সঙ্গীত পরিচালকের।

জানা গেছে, তাজুল ইসলামের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র গোপন সংকেত। এই ছবিতে সাইমন সাদিক ও আলভিরা ইমু জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন। ইতোমধ্যে ছবিটির সত্তর ভাগ চিত্রায়ণ সম্পন্ন হয়েছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

এর আগে গোপন সংকেতের আইটেম গানে মুম্বাইয়ের কল্পনা পটোয়ারীর সাথে কণ্ঠ দিয়েছিলেন আহম্মেদ হুমায়ূন। এবার রোমান্টিক গানে কণ্ঠ শেয়ারের মাধ্যমে যুক্ত হলেন পলকের সাথে।

Bootstrap Image Preview