Bootstrap Image Preview
ঢাকা, ১৭ সোমবার, ডিসেম্বার ২০১৮ | ৩ পৌষ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ব্যতিক্রম ঘটালো কনা! (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৮, ১০:৪০ AM আপডেট: ১০ মার্চ ২০১৮, ১০:৪০ AM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

কনার গান মানেই নতুন কিছু তবে এবার খানিকটা ব্যতিক্রম ঘটলো। সাধারণত কনা তার নিজের গানের মডেল নিজেই হন কিন্তু এবার তার গাওয়া গানে মডেল হলেন সাবিলা নূর। সঙ্গে আছেন তৌসিফ মাহবুব।

গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটির নাম ‘মুখে বলো না’। কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীতায়োজনে ছিলেন রাকিব মোসাব্বির। জানা গেছে, ইমরাউল রাফাত পরিচালিত ‘ডোন্ট টাচ’ নাটকে এই গানটি ব্যবহৃত হয়। এবার সেটিই মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হলো ইউটিউবে।

কণা বলেন, ‘গানটি মেলোডি ধাঁচের। কথা ও সুরের মধ্যে বৈচিত্র্য আছে। প্রথম শোনাতেই যে কারও ভালো লাগার মতো। আর ভিডিওটিও দারুণ হয়েছে।’

  https://www.youtube.com/watch?v=q_hCPtV7sgQ
Bootstrap Image Preview