Bootstrap Image Preview
ঢাকা, ১৭ সোমবার, ডিসেম্বার ২০১৮ | ৩ পৌষ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

লালনের নাম শুনেই কেঁপে উঠলো আর্মি স্টেডিয়াম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৮, ০৯:৩২ PM আপডেট: ০৮ মার্চ ২০১৮, ১১:৪৫ AM

bdmorning Image Preview


নিয়াজ শুভ।।

এবার মঞ্চে আসছে ব্যান্ডদল লালন। উপস্থাপিকার এমন ঘোষণার সাথে সাথেই কেঁপে উঠে সারা মাঠ। এলো চুলে সাদা কুর্তায় মঞ্চে উঠেন সুমি। একে একে গাইতে থাকেন তার বেশ কিছু জনপ্রিয় গান।

'বঙ্গবন্ধুর মুক্তি চাই' শিরোনামের গানে সকলকে শিহরিত করেন সুমি। গানের তালে দেহের মধ্যে হালকা শীতল হাওয়া বয়ে চলে। সেই রেশ কাটতে না কাটতেই গাইতে শুরু করেন 'আমি অপার হয়ে বসে আছি'।

দর্শকদের উদ্দেশ্যে সুমি বলেন, 'তোমাদের জন্যই বেঁচে আছি। তোমাদের জন্যই আজ আমরা এই জায়গায়। তোমাদের লক্ষ কোটি প্রণাম।' শুধু গান নয়, মঞ্চে সুমির ছেলেমানুষি সকলের নজর কাড়ে। 'সময় গেলে সাধন হবে না' গানের শেষে সেটিই আরেক নজর দেখা মিলে।

ধর্মের টানাপোড়েনে আমরা অস্থিরতায় ভুগি বলেই তিনি গাইতে শুরু করেন 'কেউ বলে ভগবান/কেউ বলে আল্লাহ তারে......'। গান শেষে বলেন 'আমরা আসলেও পাগল হয়ে গেছি। চল আবার পাগল হই একসাথে।' সুমির এমন কথায় সকলেই বুঝে যায় এরপর কি গান গাইতে যাচ্ছেন। সুমিও শুরু করেন, 'খাজার নামে পাগল হইয়্যা....'। সুমির সাথে দর্শকরাও গলা মেলান। মাঠের চারদিকে প্রতিধ্বনিত হতে থাকে সেই আওয়াজ।

Bootstrap Image Preview