Bootstrap Image Preview
ঢাকা, ১৭ সোমবার, ডিসেম্বার ২০১৮ | ৩ পৌষ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

এই নগর সেজে উঠুক সবুজে, সৌরভেঃ ববিতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৮, ০৬:৩৯ PM আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৮, ০৬:৩৯ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

লাইট, ক্যামেরা, অ্যাকশন এই তিনটি শব্দেই যেন চলচ্চিত্র শিল্পীদের উঠা বসা। কখনো হয়তো তাদের নিজেকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে কিছুটা সময় পার করা হয় না। তারপরেও জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা নিজেকে যেন আগলে রাখলেন প্রকৃতির বাহুডোরে।

প্রকৃতির প্রতি অন্য রকম ভালোবাসা তার। ঘরে-বাইরে সবখানে শৌখিন কৃষির সঙ্গে তাঁর বসবাস। বারান্দায় সতেজ ফুল আর পাতাবাহারের সৌন্দর্য। বাসার ছাদেও যেন অন্যরকম এক স্বর্গের ছোয়া। যেখানে রয়েছে ফল, ফসল আর সৌন্দর্যময় গাছের সমাবেশ।

‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনা করেন শাইখ সিরাজ। খবর পেয়ে তিনি যান সেখানে আর বলেন, ‘ববিতার প্রাসাদতুল্য বাড়ি, কিন্তু মাটি থেকে বিচ্ছিন্ন নয়। বাড়ির লিভিং এরিয়া গিয়ে মিশেছে আকাশে। আর ঊর্ধ্বমুখী বনস্পতির নিচে সবুজের স্তর। এই নিয়ে ববিতার সংসার। প্রকৃতির প্রতি ববিতার এই অনুরাগের পেছনের আরেক সূত্র টেলিভিশন অনুষ্ঠান। দেশের অন্যতম জনপ্রিয় এই চিত্রনায়িকার স্বপ্ন, ।’

মাটির প্রতি ভালবাসায় ববিতা বলেন, ‘কৃষির প্রতি অদম্য এই টান আমার ছোটবেলা থেকেই। এর মধ্যেই আমি খুঁজে পাই প্রকৃত ভালোবাসা আর জীবনের স্বাদ।’

Bootstrap Image Preview