Bootstrap Image Preview
ঢাকা, ২১ রবিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

‘সুস্থ চলচ্চিত্র সুস্থ দর্শক’ স্লোগানে টিএসসিতে চলচ্চিত্র উৎসব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৮, ১০:২২ AM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৮, ০৮:০৫ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

ভাষার মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক মিলনায়তন-টিএসসিতে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ র্শীষক চলচ্চিত্র উৎসব। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর থেকে এই উৎসব শুরু হবে। চলবে ১৭  র্পযন্ত।

এবার  উৎসবের ১৭তম আসরে ‘সুস্থ চলচ্চিত্র সুস্থ র্দশক’ স্লোগানে  থাকবে বাংলাদেশ ও কলকাতার যৌথ প্রযোজনা ধারার ২০টি চলচ্চিত্র প্রর্দশন।

বেলা ৩টা ৩০ মিনিটে মোস্তফা সরওয়ার ফারুকী নির্মিত ‘ডুব’ সিনেমা প্রর্দশনের মধ্য দিয়ে এই উৎসবের র্পদা উঠবে। উৎসবে দ্বিতীয়বাররে মতো প্রদান করা হবে ‘হীরালাল সনে পদক’।

উৎসবে যেমন থাকবে ভিন্ন ধারার সিনেমা তেমন থাকবে বাণিজ্যিক ধারার সিনেমা। যেমন, ‘রীনা ব্রাউন’, ‘হালদা’, ‘খাঁচা’, ‘ভুবন মাঝি’, কলকাতার ‘শব্দ’, ‘আবহমান’ ইত্যাদি আরো অনেক। তৌকীর আহমেদ নির্মিত ‘হালদা’ চলচ্চিত্রটি প্রর্দশনের মাধ্যমে উৎসব শেষ হলেও ১৭ ফব্রেুয়ারি উৎসবের সমাপনী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে দেয়া হবে সেরা চলচ্চিত্রের পুরষ্কার।

উল্লেখ্য, ৩০ টাকা মূল্যের টিকেটে দেখা যাবে উৎসবের সিনেমাগুলো যা পাওয়া যাবে উৎসব প্রাঙ্গনেই।

Bootstrap Image Preview