Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ৭ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

‘গড, সেক্স অ্যান্ড ট্রুথে’ পর্দা সরালো পর্নস্টার! (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৮, ১১:০৮ AM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৮, ০৬:৫৩ PM

bdmorning Image Preview


বিনোদন ডেস্ক-

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে ‘পদ্মাবতী’ নাম পরিবর্তন করে নানা জটিলতা কাটিয়ে ছবি মুক্তি পেয়েছে বহুল আলোচিত সিনেমা ‘পদ্মাবত’ । কিন্তু ছবি মুক্তির একদিন আগেই ‘পদ্মাবত’কে কেন্দ্র উত্তাল হয়ে উঠল ভারতের একাংশ। রাজস্থান, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে একপ্রকার তাণ্ডব চালাল কার্নি সেনার সমর্থকরা। ‘পদ্মাবত’ এর মুক্তি বন্ধে কয়েকশ’ বিক্ষোভকারী ব্যাপক তাণ্ডব চালিয়েছে। তারা একটি শপিং মলে ভাঙচুর ও গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। সেই রেশের মধ্যেই এবার অল ইন্ডিয়া ডেমোক্রাটিক ওম্যানস অ্যাসোসিয়েশনের কোপে পড়ল রাম গোপাল বর্মার সিনেমা। শুধু তাই নয়,‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’-এর পরিচালক রাম গোপাল বর্মাকে আইনি নোটিস পাঠানোর চিন্তাভাবনাও শুরু করেছে ওই সংগঠন। তবে এই নিয়ে যখন বাড়ছে উত্তেজনার পারদ এই সময়ের মধ্যেই ফের মুক্তি পেল ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’-এর আরও একটি পোস্টার।

নতুন এই পোস্টারে ‘ফ্রন্টাল নুডিটি’-র দেখা পাওয়া না গেলেও, ইতিমধ্যেই সেটি ভাইরাল হয়েছে। ওই পোস্টার নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর জল্পনা। পাশাপাশি নতুন ওই পোস্টারে মিয়া মালকোভার মুখও দেখা যাচ্ছে না। দেখুন নতুন সেই পোস্টার...

ইউরোপে বসেই ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’-এর শুটিং সেরেছেন বলে এর আগেই জানিয়েছেন পরিচালক রাম গোপাল বর্মা। তবে কেন বিদেশে বসেই গোটা সিনেমার শুটিং সারলেন, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি রাম গোপাল।

অন্যদিকে, নতুন এই সিনেমার মাধ্যমে নাকি মহিলাদের বিরুদ্ধে অপমানজনক উক্তি করা হয়েছে। সম্প্রতি এমনই অভিযোগ করেছে অল ইন্ডিয়া ডেমোক্রাটিক ওম্যানস অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন। শুধু তাই নয়, ওই সংগঠনের তরফে বিশাখাপত্তনমে বিক্ষোভ করে রাম গোপালের কুশপুতুলও পড়ানো হয় বলে খবর।  সম্প্রতি একটি তেলুগু চ্যানেলে মহিলাদের সম্পর্কের নাকি ‘অশ্লীল’ ভাষা প্রয়োগ করেছেন রাম গোপাল বর্মা। ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’ জুড়েও নায়িকার মুখে পরিচালক মহিলাদের সম্পর্কে ওই ধরনের ভাষা বসিয়েছেন বলেও অভিযোগ। সেই কারণেই রাম গোপাল বর্মার বিরুদ্ধে বিশাখাপত্তনমে সম্প্রতি বিক্ষোভ দেখানো হয়। আর সেখানেই বলিউডের ওই জনপ্রিয় পরিচালকের কুশপুতুলও দাহ করা হয় বলে খবর।

সম্প্রতি প্রকাশ পায় রাম গোপাল বর্মার সিনেমা ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’-এর ট্রেলার। আগামী ২৬ জানুয়ারি মুক্তি পাবে ওই সিনেমা। এই সিনেমার হাত ধরেই বলিউডে আসছেন আরও এক পর্নস্টার মিয়া মালকোভা। এখন দেখা যাক, বলিউডে কতটা জায়গা করে নিতে পারেন পর্নস্টার মিয়া মালকোভা।

ভিডিও

Bootstrap Image Preview