Bootstrap Image Preview
ঢাকা, ২১ রবিবার, অক্টোবার ২০১৮ | ৬ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ফের মিথিলাকে বিয়ে করতে চান তাহসান !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৮, ০৪:২০ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৮, ০৪:২০ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

সকলের প্রিয় দম্পতি ছিলো তারকা জুটি তাহসান-মিথিলা। গেলো বছরের অক্টোবরে ১১ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটান তারা। তবে ফের মিথিলাকে বিয়ে করতে চান তাহসান।

সম্প্রতি ফেসবুকের মাধ্যমে মিথিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তাহসান। মিথিলা নিজেই ফেসবুকে খবরটি প্রকাশ করেছেন। যদিও এমন কোন ঘটনাই ঘটেনি। ফেসবুকে একটি অ্যাপ ভাইরাল হয়েছে। ‘কোন সেলিব্রিটি আপনাকে ইসলামিক মতে বিয়ে করতে চায়?’ নামের ওই অ্যাপে ক্লিক করলেই নির্দিষ্ট একজন সেলিব্রেটির নাম, বয়স, পেশাসহ বিয়ের প্রস্তাবটি পাওয়া যাচ্ছে।

মিথিলা ওই অ্যাপটির মাধ্যমেই বিয়ের প্রস্তাবের খবর প্রকাশ করেছেন। তাতে লেখা ছিলো, ‘আসসালামু আলাইকুম, রাফিয়াথ (মিথিলার নামের প্রথম অংশ)। এই প্রপোজালের মাধ্যমে আমি আপনাকে বিয়ে করতে চাই, আমার জীবন বৃত্তান্ত নিম্নরূপ: নাম: তাহসান, বয়স: ৩১, চাকুরি: অভিনেতা। আমার মনে হয় আমরা ২০১৮ সালের ২৬ এপ্রিল তারিখে বিয়ে করতে পারি।

অ্যাপের রেজাল্টটি মিথিলা নিজের ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আবারও! আর উনার বয়স ৩১ কেন, ২১ হবে না?’

উল্লেখ্য, বিচ্ছেদের আগে প্রায় দুই বছর নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটানোর চেষ্টা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বোঝাপড়া না হওয়ায় বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেন তারা।

Bootstrap Image Preview