Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, নভেম্বার ২০১৮ | ৫ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

মঞ্চে প্রতিযোগীর মুকুটে আগুন (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৮, ০৬:২৪ PM আপডেট: ২৫ জানুয়ারী ২০১৮, ০৬:২৪ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক- 

সালভাদোর  বিউটি  পিজেন্ট সুন্দরী প্রতিযোগিতায় মঞ্চে হেঁটে প্রবেশ করছিলেন এক প্রতিযোগী। তার পাশেই মশাল নিয়ে দাঁড়িয়ে ছিলেন প্রতিযোগীর সহশিল্পীরা। হঠাৎ সহশিল্পীদের মশাল থেকে প্রতিযোগীর মাথার মুকুটে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই পুরো আয়োজনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, মাথায় পালকের দৃষ্টিনন্দন এক মুকুট পরে মঞ্চে হেঁটে আসছিলেন একজন প্রতিযোগী। মঞ্চের প্রবেশ পথে মশাল হাতে দাঁড়িয়ে আছেন দুজন পুরুষ। একজনের হাতে থাকা মশাল থেকে আগুন ধরে যায় প্রতিযোগীর মুকুটের পালকে। মুহূর্তের মধ্যে মুকুটে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন।

মঞ্চে উপস্থাপক ও অন্যদের সহযোগিতায় বড় রকমের বিপদ থেকে রক্ষা পান সেই মডেল। এই ঘটনার কিছু সময় পর আবারো মঞ্চে আসেন সেই প্রতিযোগী। তার সাহসিকতার প্রশংসাও করা হয়। পরবর্তীতে জানা যায়, ওই প্রতিযোগী ও সবাই নিরাপদে রয়েছেন। বড় ধরণের কোনও ক্ষতি হয়নি। তবে কারো কারো অভিযোগ, মঞ্চে এমন দুর্ঘটনার জন্য  আয়োজকদের অবহেলাই দায়ী। শেষ পর্যন্ত বড় কোনও ক্ষতি না হওয়ায় সবাই কিছুটা স্বস্তি পেয়েছেন।

দেখে নিন ভিডিওটি-

https://www.youtube.com/watch?v=ch8R0DGo4xY
Bootstrap Image Preview