Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

রিও-লিয়ানার নতুন ছবি ‘আর’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৮, ০৬:১৬ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৮, ০৬:১৬ PM

bdmorning Image Preview


নিয়াজ শুভ।।

ঢাকাই চলচ্চিত্রের নবাগত অভিনেতা ফারহান খান রিও ও লিয়ানা লিয়া। তাদের নিয়ে শুরু হচ্ছে নতুন চলচ্চিত্র ‘আর’। এ উপলক্ষে গত বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি অভিজাত রেস্তোরায় অনুষ্ঠিত হলো ‘আর’ সিনেমার মহরত।

প্রথম ছবিতে অভিনয় প্রসঙ্গে রিও বলেন, ‘যারাই মিডিয়ার বিভিন্ন শাখায় কাজ করেন, তা হতে পারে মডেলিং কিংবা নাটকে অভিনয়, তাদের সবারই চূড়ান্ত লক্ষ্য থাকে সিনেমায় অভিনয়। আমার লক্ষ্যও সেই দিকেই ছিলো। আমার প্রত্যাশা এই সিনেমার মাধ্যমে আমার কাঙ্খিত লক্ষ্য পূরণের পাশাপাশি বাংলাদেশি সিনেমাপ্রেমীরা নতুন একজন অ্যাকশন হিরোকে পর্দায় দেখতে পাবেন।’

অন্যদিকে লিয়ানা লিয়া বলেন, ‘সিনেমার গল্প আমার খুবই ভালো লেগেছে। আমাকে এই সিনেমার মাধ্যমে আমার ভক্তপ্রেমীরা আমাকে নতুন রুপে দেখতে পাবেন।’

সিনেমার মহরতের আগে থেকেই সিনেপাড়ায় গুঞ্জন রটেছে এই ছবিতে নাকি মাহিয়া মাহি কিংবা একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পীর সাবেক স্ত্রী অভিনয় করছেন। যিনি মিডিয়ার অত্যন্ত পরিচিত মুখ। তাহলে সেই প্রিয় মুখের নাম কি? এমন প্রশ্নে সিনেমার প্রযোজক রিফাত দিলেন অত্যন্ত কৌশলি উত্তর।

তিনি বলেন, ‘আমরা চাইছি একটা চমক নিয়ে সবার সামনে উপস্থিত হতে। খুব শীঘ্রই আপনারা সেই চমক দেখতে পাবেন।’

মহরত অনুষ্ঠানে নায়ক, নায়িকাকে পরিচয় করিয়ে দিলেও পরিচালকের নাম কিংবা ‘আর’ নামকরণের রহস্য উন্মোচন করা হয়নি। অবশ্য নায়ক, নায়িকার পাশাপাশি খল অভিনেতাকেও সকলের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। এতে খল চরিত্রে অভিনয় করছেন মোহাম্মদ রফিকুল ইসলাম (হিটম্যান)।

এ প্রসঙ্গে রিফাত বলেন, ‘এটাও চমক, আর কিছুদিন অপেক্ষা করুন পরিচালকের নামও জানতে পারবেন। আর সিনেমার নামকরণের রহস্যের উত্তর জানতে হলে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।’

প্রসঙ্গত, ‘আর’ সিনেমাটি প্রযোজনা করছে দেশিয় প্রযোজনা প্রতিষ্ঠান উইংস এন্টারটেইনমেন্ট। এই ছবির মাধ্যমে যাত্রা শুরু করলো দেশিয় প্রযোজনা প্রতিষ্ঠানটি। যেখান থেকে নিয়মিত সিনেমা নির্মাণ করা হবে বলেও গণমাধ্যমকে জানানো হয়েছে।

Bootstrap Image Preview