Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, নভেম্বার ২০১৮ | ৭ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

চিরনিদ্রায় শায়িত হলেন শাম্মী আক্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৮, ০৬:১১ PM আপডেট: ১৭ জানুয়ারী ২০১৮, ০৬:১৩ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বরেণ্য সংগীতশিল্পী শাম্মী আক্তার। বুধবার (১৭ জানুয়ারি) বাদ জোহর রাজধানীর শান্তিনগরের আমিনবাগ জামে মসজিদে তার নামাজের জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে সমাহিত করা হয়েছে।

জানাজায় তার পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী খুরশীদ আলম, রফিকুল আলম, সেলিম আশরাফ, জাহাঙ্গীর, প্রিন্স মাহমুদ, শফিক তুহিনসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন এই সংগীতশিল্পী। গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে চামেলিবাগের বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, এক ছেলেসহ আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

Bootstrap Image Preview