Bootstrap Image Preview
ঢাকা, ২১ রবিবার, অক্টোবার ২০১৮ | ৬ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

মানুষ হিসেবে কামনা বাসনা থাকাটাই স্বাভাবিকঃ শাবনূর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৮, ০৯:৪৫ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৮, ০৯:৪৫ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

ঢাকাই কিং শাকিব খান। তার সঙ্গে কাজ করতে গেলে ‘স্যাক্রিফাইস’ করতে হয়। লাক্স তারকা ফারিয়া শাহরিনের এমন মন্তব্যে মিডিয়া পাড়ায় ঝড় উঠেছে। এবার সে বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন চিরসবুজ অভিনেত্রী শাবনূর।

এ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘শাকিব বয়স এবং ফিল্মি ক্যারিয়ারে আমার অনেক জুনিয়র। তার সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করা হয়েছে আমার। সে অত্যন্ত ভদ্র এবং আমায়িক ছেলে। বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ করতেই দেখেছি তাকে। আমার তো তার সঙ্গে কাজ করতে গিয়ে তেমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি। তারপরেও মানুষ মাত্রই ষড়রিপু দ্বারা কম বেশি চালিত হয়। সে হিসেবে তার মধ্যে যদি কামনা বাসনার মতো কিছু থেকে থাকে তা মানুষ হিসেবে খুবই স্বাভাবিক।’

তিনি আরো বলেন, ‘যে যত বড় তারকাই হোক না কেন, দিন শেষে সেও একজন মানুষ। এ নিয়ে প্রপাগান্ডা ছড়িয়ে লাভ নেই। এতে ফিল্ম ইন্ডাস্ট্রিরই ক্ষতি হবে। এমনিতেই আমাদের চলচ্চিত্র জগতের অবস্থা খুব একটা সুখকর নয়। তাই এমন কোনো কথা বলা উচিত নয়, যাতে সাধারণ মানুষের চোখে এই শিল্পটি হেয় হয়।’

Bootstrap Image Preview