Bootstrap Image Preview
ঢাকা, ২০ বৃহস্পতিবার, সেপ্টেম্বার ২০১৮ | ৫ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

যেসব বিভাগে সাজানো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৮, ১০:৪২ PM আপডেট: ১১ জানুয়ারী ২০১৮, ১০:৪২ PM

bdmorning Image Preview


নিয়াজ শুভ।। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশের সর্বাধিক মর্যাদাসম্পন্ন ও উল্লেখযোগ্য চলচ্চিত্র উৎসব, যা দেশে রুচিসম্পন্ন ও ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে ব্যাপক অবদান রাখছে। রেইনবো’র এই উৎসব তরুণ ও প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি প্লাটফর্ম তৈরি করতে যেমন সফল হয়েছে,তেমনি বাংলাদেশের চলচ্চিত্রের অনুরূপ ধারাকে বলিষ্ঠ করেছে। এই আন্তর্জাতিক উৎসবে সারাবিশ্বের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের নতুন নতুন চলচ্চিত্র সিনেমাপ্রেমীদের উপহার দেওয়াই উৎসবের মূললক্ষ্য। উৎসবে প্রতিযোগিতা বিভাগসমূহঃ
  • এশিয়ান কম্পিটিশন- এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫ টি চলচ্চিত্র এই বিভাগে প্রতিযোগিতা করছে।
  • রেট্রোস্পেক্টিভ বিভাগ- ফারসি দুই নারী নির্মাতা জুল;ই বার্টুসেলি এবং সিলিনি সিএমা’র ৭টি ছবি দিয়ে সাজানো হয়েছে এ বিভাগ।
  • বাংলাদেশ প্যানারোমা- উৎসবের এ বিভাগে ১০টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। বাংলাদেশের চলচ্চিত্র প্রচার-প্রসার ও আন্তর্জাতিক বাজার উন্নয়নের লক্ষ্যে উৎসবে কমিটি এই বিভাগটি পুনরায় সংযোজন করেছে।
  • সিনেমা অব দইয়া ওয়ার্ল্ড বিভাগ- এই বিভাগে বিভিন্ন দেশের সমকালীন সেরা চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। এই বিভাগে এবার নির্বাচিত চলচ্চিত্রের সংখ্যা ৪১।
  • চিল্ড্রেনস বিভাগ– এই বিভাগে ১১টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে প্রদর্শনী শুরু হবে।
  • স্পিরিচুয়াল ফিল্মস– এই বিভাগে প্রায় ২৯টি ছবি প্রদর্শিত হবে।
  • উইমেন ফিল্ম মেকারস সেশন- দেশে ও বিদেশের নারী নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে এই বিভাগটি সাজানো। এই বিভাগে ৫০টির ও অধিক চলচ্চিত্র অন্তর্ভূক্ত করা হয়েছে।
  • শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্মস বিভাগ– নবীন ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের তথ্যচিত্র ও অন্যান্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ বিভাগে প্রায় ৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
Bootstrap Image Preview