Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

নতুন গানে শুরু হোক নতুন বছর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৮, ১২:৩৫ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৮, ১২:৩৫ PM

bdmorning Image Preview


নিয়াজ শুভ।।

নতুন বছরের আগমনী বার্তা সকলের ঘরে পৌঁছে গেছে। উৎসবের আনন্দে মেতে উঠেছে চারপাশ। এমন আনন্দঘন মুহূর্তে গান ছাড়া আসর জমে না। আর তাই জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে ‘নুরজাহান’ ছবির নতুন একটি গান।

মন বলেছে তোর সাথে যাবো/তোকে নিয়ে চল আজকে হারাবো/সোহাগের হাওয়ায়, মেঘেদের ডানায় এই মন বেখেয়ালে অন্তরালে স্বপ্ন রেখে যায়/জোনাকির গানে, আদরের টানে এই রং ছুঁয়ে থাকে, ইচ্ছে আঁকে ওই সুখী তারায়...’ এমনই কথায় রোমান্টিক ঘরানার গানটিতে আদ্রিতের সঙ্গে রোমান্সে মেতেছেন পূজা।

উল্লেখ্য, ‘মন বলেছে’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান ও কনা। গানটি আজ সকাল ১১টায় প্রকাশ করা হয়েছে। জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি কনা, ইমরান ও পূজার পেজেও প্রকাশিত হয়েছে গানটি।

‘মন বলেছে’ গানটির ভিডিও দেখতে এখানে ক্লিক করুন-

Bootstrap Image Preview