Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, নভেম্বার ২০১৮ | ৬ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

পৌষের শুভ্র নীল পরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৭, ১০:৩০ PM আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৭, ১০:৫৭ PM

bdmorning Image Preview


নিয়াজ শুভ।।

ডানা থাকলেই সব পরীর সৌন্দর্য নজর কাড়ে না। আবার কিছু কিছু ডানা কাটা রমণী পরীর চেয়েও সুন্দর। তাদের সৌন্দর্য কিসের সাথে তুলনা করলে সঠিক হবে সেটি দ্বিধা-দ্বন্দ্বে ফেলে দেয়। তাই সৌন্দর্য বিচারে না যাওয়ায় উত্তম।

নীল শাড়িতে কাশবনে ছুটে বেড়ানো পরীর খোঁজ পাওয়া গেলে যে কেউ পলক ফেলতে ভুলে যাবেন। তার উপর যদি এমন শীতের সকালে পরীর দেখা পান, তাহলে পৌষের শুভ্রতা কেন উপভোগ করবেন না?

খোলা চুলে, হাতে কাঁচের চুড়ি, বাতাসে উড়িয়ে শাড়ির আঁচল দোলা দিচ্ছেন সকলের মনে। এতক্ষণ যার সৌন্দর্যের উপমা দিলাম তিনি একজনই, পরীমনি। ঢাকাই চলচ্চিত্রের এই মিষ্টি মুখ ষড়ঋতুর মতোই ভিন্ন ভিন্ন রঙে হাজির হন। মনে হয়, তাকে ঘিরে রেখেছে সৌন্দর্য।

Bootstrap Image Preview