Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শুক্রবার, ডিসেম্বার ২০১৮ | ৩০ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

সরকার চাইছে ভারতে সকলের এইডস হোকঃ রাখি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৭, ০২:২৬ PM আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৭, ০২:২৬ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

কনডমের বিজ্ঞাপন নিয়ে ভারতে  বেশ কয়েকদিন থেকেই চলছে নানা আলোচনা-সমালোচনা। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কনডমের বিজ্ঞাপন দেখানো যাবে না বলে নিয়ম করে দিয়েছে দেশটির সরকার।

এতদিন সানি লিওন ও বিপাশা বসুর কনডমের বিজ্ঞাপন নিয়ে হইচই হলেও এবার রাখী সাওয়ান্তের কনডমের বিজ্ঞাপনও আসছে। তবে তার আগেই সরকারি নির্দেশ বলবৎ হওয়ায় রেগে গেছেন রাখী। এই বিতর্কে মুখ খুলে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফের নতুন বিতর্ক তৈরি করলেন তিনি।

রাখী বলেছেন, কনডমের বিজ্ঞাপন যত বেশি সম্ভব হওয়া উচিত। তাহলেই লোকে জানবে এইডস থেকে বাঁচতে সুরক্ষিত যৌনজীবন কীভাবে করতে হবে। আর এর বিজ্ঞাপন করে আমি একটি সামাজিক সেবা করছি।

তিনি বলেন, সানি লিওনের বিজ্ঞাপন চলেছে, সরকার কিছু বলেনি। বিপাশা বসুর বিজ্ঞাপন চলেছে তা বন্ধ করা হয়নি।

রাখীর কথায়, কনডমের বিজ্ঞাপন বন্ধ হয়ে গেলে ভারতে সকলের এইডস হয়ে যাবে। বাচ্চারা রাতে শুয়ে পড়বে। ওরা জানবে না এর ব্যবহার কী? আর সরকার চাইছে ভারতে সকলের এইডস হোক। আর যদি তা অশ্লীল মনে হয় তাহলে তা সেন্সর করা উচিত, বন্ধ নয়।

Bootstrap Image Preview