Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

‘অন্তর জ্বালা’ ভালো না লাগলে টাকা ফেরত দিবেন পরীমনি !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৭, ০৫:০৬ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭, ০৫:০৬ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

মুক্তির অপেক্ষায় রয়েছে বছরের আলোচিত ছবি ‘অন্তর জ্বালা’। ছবিটি ব্যবসাসফল না হলে আর কোন সিনেমা বানাবেন বলে ঘোষণা দিয়েছেন মাস্টার মেকার খ্যাত নির্মাতা মালেক আফিসারী। এবার সিনেমা ভালো না লাগলে টাকা ফেরত দেয়ার ঘোষণা দিলেন নায়িকা।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘অন্তর জ্বালা ছবিটি দর্শকদের অনেক ভালো লাগবে। যদি ভালো না লাগে আমি ১০০ গুণ টাকা ফেরত দেব।’

তিনি আরো বলেন, ‘কঠিন চ্যালেঞ্জ দিলাম। এর আগে আমার যতগুলো ছবি মুক্তি পেয়েছে কেউ বলতে পারবে না ওইসব ছবি মুক্তির আগে আমি এমন কথা বলেছি। এই ছবির গল্পটাই অন্যরকম।’

উল্লেখ্য, নায়ক মান্নার পরিবেশনা সংস্থা কৃতাঞ্জলি চলচ্চিত্র থেকে মুক্তি পেতে যাচ্ছে ‘অন্তর জ্বালা’। বিজয় দিবস উপলক্ষে আগামী ১৫ ডিসেম্বর সারাদেশের ১৭৫টি সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।

Bootstrap Image Preview