Bootstrap Image Preview
ঢাকা, ১৫ শনিবার, ডিসেম্বার ২০১৮ | ৩০ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করছেন বাপ্পী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৭, ০৬:১১ PM আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৭, ০৬:১১ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

তারকা দম্পতি শাকিব-অপুর ডিভোর্সের সঙ্গে জুড়ে গেছে চিত্রনায়ক বাপ্পীর নাম। তাকে অপুর ‘কথিত প্রেমিক’ বলে ইঙ্গিত করছেন কিংখান। তবে অপুর সঙ্গে এমন কোন সম্পর্ক নেই বলে দাবী করেছেন বাপ্পী। তিনি সাবেক শাকিবপত্নীকে ‘অপু দি’ বলে ডাকতেন বলে জানান। অপুকে ঘিরে এমন সমালোচনায় নিজের বিয়ের কথা জানালেন বাপ্পী চৌধুরী।

এ প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘আমার বড় ভাই গত বছর বিয়ে করেছেন। তারপর থেকেই আমার ওপর বিয়ের চাপ আসছিল বাবা-মার পক্ষ থেকে। যেখানেই যান, আমার বউ দেখা শুরু করেন। আজ সকালে বাবা-মাকে আমি সম্মতি দিয়েছি। তাঁদের পছন্দই আমার পছন্দ জানিয়ে দিয়েছি। আজ আমার জন্মদিনে এটা বাবা-মার জন্য উপহার।’

তিনি আরো বলেন, ‘আমি আসলে যৌথ পরিবারে বড় হয়েছি। পরিবার মানে আমি বুঝি মা-বাবা, ভাইবোন, চাচা-চাচি, চাচাতো ভাইবোন, দাদা-দাদি। আমি যেহেতু কাজের কারণে পরিবারকে সময় দিতে পারি না, তাই আমি চাই আমার পরিবারের মধ্যমণি হবে আমার স্ত্রী। যে কারণে আমি সাধারণ একটি মেয়ে চাই, যে আমার পরিবারকে সময় দেবে।’

বিয়ের সম্ভাব্য সময় জানিয়ে বাপ্পী বলেন, ‘বাবা-মাকে বলেছি আগামী বছর বিয়ে করব। সেটা বছরের মাঝামাঝিতে হতে পারে। আজ থেকেই তাঁরা আমার বউ দেখা শুরু করেছেন।’

Bootstrap Image Preview