Bootstrap Image Preview
ঢাকা, ২২ সোমবার, অক্টোবার ২০১৮ | ৭ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ম্যানেজারের গায়ে সৌমিকই আগে হাত তুলেছে (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৭, ০৬:৩৫ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৭, ০৬:৪০ PM

bdmorning Image Preview


নিয়াজ শুভ।।

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা সৌমিক আহমেদকে উত্তরার ‘স্ক্রিপ্ট হাউস’ নামের একটি শুটিং হাউজে মারধরের অভিযোগ পাওয়া গেছে। হাউজের ম্যানেজার আলাউদ্দিন ও কর্মীরা তার গায়ে হাতে তুলেছে বলে জানিয়েছেন সৌমিক। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গেলো আলাউদ্দিন নয়, সৌমিকই আগে গায়ে হাত তুলেছে।

মূলত সৌমিকের সাথে ম্যানেজারের কোন সমস্যা ছিলো না। শুটিং ইউনিটের কাছ থেকে হাউজের ভাড়ার পাওনা টাকা বুঝিয়ে নিতেই গাড়ি আটকিয়েছিলেন ম্যানেজার। কিন্তু টেকনিশিয়ানদের সাপোর্ট দিতেই ঘটনার সাথে নিজেকে জড়িয়ে ফেলেন সৌমিক। কথা কাটাকাটির এক পর্যায়ে সেটি হাতাহাতিতে রূপ নেয়।

এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় সৌমিক জানান, ‘কোনো অভিনয় শিল্পী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে ওই শুটিং হাউজটির এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাই। যাতে আর কোনো অভিনয় শিল্পী এবং কলাকুশলীদের বিপদে না পড়তে হয়, অপমানের শিকার না হতে হয়।’

দেখে নিন সিসিটিভি ফুটেজটি-

https://www.youtube.com/watch?v=LndphQy7XuM&feature=youtu.be
Bootstrap Image Preview