Bootstrap Image Preview
ঢাকা, ২১ রবিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

জানাজা শেষ, চিরনিদ্রায় শায়িত হওয়ার পথে আবদুল জব্বার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৭, ০২:৩০ PM
আপডেট: ৩১ আগস্ট ২০১৭, ০২:৩০ PM

bdmorning Image Preview


নিয়াজ শুভ।।

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা আবদুল জব্বার। গত বুধবার (৩০ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মুক্তিযোদ্ধা ও কণ্ঠযোদ্ধা আবদুল জব্বারের জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী মাজারে দাফনের উদ্দেশ্যে নেয়া হচ্ছে।

গত ১ মাস তিনি বিএসএমএমইউ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এর আগে গত তিন মাস ব্যাপী তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায় আব্দুল জব্বার কিডনি, হার্ট, প্রস্টেটসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

এই কিংবদন্তির মৃত্যুতে সঙ্গিতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে গিয়েছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তারা শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানিয়েছেন।

Bootstrap Image Preview