Bootstrap Image Preview
ঢাকা, ১০ সোমবার, ডিসেম্বার ২০১৮ | ২৬ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানী অভিনেত্রী হওয়ায় বার বার হেনস্তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৮, ০২:০৮ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৮, ০২:০৮ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

পাকিস্তানের প্রথম সারির অভিনেত্রী সাবা কামার। বলিউডে কাজ করেও কুড়িয়েছেন অনেক খ্যাতি। পাকিস্তানের নাগরিক হওয়ায় নায়িকাকেই দেশের বাইরে বার বার অপদস্ত হতে হয়েছে তাকে। তার একটি ভিডিও সম্প্রতি ব্যাপকহারে ছড়িয়েছে ইন্টারনেটে।

ভিডিওতে ৩৩ বছরের সাবা জানান, আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে 'নিরাপত্তা পরীক্ষা'র নামে তাকে বার বার অপমানিত করা হয়েছে কারণ তিনি পাকিস্তানি পাসপোর্ট বহন করছিলেন।

সাবা বলেন, 'যেভাবে আমাদের (পাকিস্তানিদের) পরীক্ষা করা হয় (আন্তর্জাতিক বিমানবন্দরে).... আমি বর্ণনা করতে পারবো না। এটা খুবই অপমানজনক যখন তারা প্রত্যেকটা জিনিস ধরে ধরে পরীক্ষা করে।'

শ্যুটিংয়ের জন্য একবার জর্জিয়ার রাজধানী তিবলিসিতে যেতে হয়েছিল সাবাকে। তিনি ছাড়া সবাই ছিলেন ভারতীয়। সাবা বলেন, সেই সফরের কথা আমার এখনো মনে আছে। আমার সঙ্গে থাকা সব ভারতীয়কে যেতে দেয়া হয়েছিল। কিন্তু আমাকে বিমানবন্দরে থামিয়ে দেয়া হয়। আমার পাকিস্তানি পাসপোর্টের কারণে এটা করা হয়েছিল। অনেক তদন্ত ও জবাবদিহি করার পর আমাকে যেতে দেয়া হয়েছিল। সেদিন আমি উপলব্ধি করেছিলাম দেশের বাইরে কী 'সম্মান' আমরা পাই। বিশ্বে আমাদের অবস্থান কী। আমরা কোথায় দাঁড়িয়ে আছি?'

সূত্র : জিও টিভি

Bootstrap Image Preview