Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

অক্ষয়ের ‘সিং ইজ কিং’-এর সিক্যুয়েলে নতুন মুখ রণবীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৭, ০৭:৫৬ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৭, ০৭:৫৭ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

‘সিং ইজ কিং’ ছবিটিতে ২০০৮ সালে ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধে অক্ষয় কুমার। পরবর্তীতে ২০১৫ সালে ব্যাপক জনপ্রিয়তার পর এই চলচিত্রের সিক্যুয়েল ‘সিং ইজ ব্লিং’ মুক্তি পায়। সেক্ষেত্রে আগের ছবিটির সাথে কাহিনীর কোনো প্রকার সংযোগ ছিলো না, সেইসাথে বদলে গিইয়েছিল নায়িকাও।

এবার ‘শের সিং’ নামে তৈরি সিক্যুয়েলে থাকছেন না অক্ষয় কুমারও। এমনটায় শোনা যাচ্ছে বেশ অনেকদিন ধরে। সম্প্রতি নতুন এই ছবিটির প্রযোজক শৈলেন্দ সিং চলচ্চিত্রের নাম পরিবর্তনের খবর নিশ্চিত করেছেন।

নাম বদলে ‘শের সিং’ দেয়ার কারণ হিসেবে তিনি জানান, সহ প্রযোজক বিপুল আম্রুতলাল শাহ এবার এই চলচ্চিত্রের অংশ হতে চাননি।

নতুন ‘সিং’ এর নায়িকা কে হবেন সে বিষয়েও এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি। তবে ‘পদ্মাবতী’র আলাউদ্দিন খিলজীই যে পরবর্তী ‘সিং’ হচ্ছেন তা প্রায় নিশ্চিত।

Bootstrap Image Preview