Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, নভেম্বার ২০১৮ | ৭ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

জাবিতে ‘অমর একুশ’ ভাস্কর্যের উদ্বোধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৮, ১২:০৮ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৮, ১২:০৮ PM

bdmorning Image Preview


 জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য ‘অমর একুশ’র পূর্ণ সংস্কারের পর উদ্বোধন করা হয়েছে।

গতকাল রবিবার (১৫ এপ্রিল) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এটি উদ্বোধন করেন।এ সময় তিনি বলেন, দীর্ঘ দিন যাবত অসমাপ্ত ভাস্কর্যটি আজ তার পূর্ণাঙ্গ রূপে দৃশ্যমান হওয়ায় আমরা সত্যিই আনন্দিত ও অভিভূত। বাংলা ভাষা ও ভাষা আন্দোলনের ইতিহসের অমলিন চেতনা এই ভাস্কর্যটি লালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এ সময় ভাস্কর্যের স্থপতি জাহানারা পারভীন বলেন, ১৯৯১ সালের ২১ ফেব্রুয়ারি এ ভাস্কর্যের উদ্বোধন করা হলেও সেই সময়ে ভাস্কর্যটির মূল নকশা অনুযায়ী সম্পন্ন করা সম্ভব হয়নি। দীর্ঘ দিন পর ভাস্কর্যটির পূর্ণাঙ্গ রূপ দেখতে পেরে আমি আনন্দিত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমার জীবদ্দশায় এই ভাস্কর্যটি যেন আমার অনুমতি ব্যতিত সংস্কার করা না হয়।’ ভাস্কর্যটির মূল নকশায় এর আঙিনায় পলাশ ফুলের গাছ লাগনোর পরিকল্পনা করা হয়। যেহেতু ফেব্রুয়ারি মাসে পলাশ ফুল ফোটে। এ সময় তিনি অমর একশ’র আঙিনায় একটি পলাশ ফুলের গাছ রোপন করেন।

পূর্ণাঙ্গ ভাস্কর্যটি উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মঞ্জুরুল হক, অধ্যাপক আব্দুল্লাহেল কাফী, অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক ড. সামছুন্নাহার খানম, সহযোগেী অধ্যাপক ড. জেবউনন্নেছাসহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভাষা আন্দোলনের ইতিহাস ভিত্তিক ভাস্কর্য ‘অমর একুশে’ নাম পরিবর্তন করে ‘অমর একুশ’ করা হয়েছে। অসম্পূর্ন ভাস্কর্যটি ১৯৯১ সালের ২১শে ফেব্রুয়ারি তৎকালীন উপাচার্য অধ্যাপক কাজী সালেহ উদ্দিন আহমেদ উদ্বোধন করেন।

Bootstrap Image Preview