Bootstrap Image Preview
ঢাকা, ২২ শনিবার, সেপ্টেম্বার ২০১৮ | ৭ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৮, ১০:৩৪ PM আপডেট: ১৪ মার্চ ২০১৮, ১০:৩৪ PM

bdmorning Image Preview


নাজমুস সাকিব, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা  বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে।

আজ বুধবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিশাল বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করে। পরে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধাঘন্টা অবরোধ করে রাখে।

এ সময় আন্দোলনকারী বিক্ষুব্দ শিক্ষার্থীরা কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬% থেকে ১০% নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা থেকে শূন্য পদে নিয়োগ দেয়া, কোটায় কোনও ধরনের বিশেষ পরীক্ষা না নেয়া, চাকরির নিয়োগ পরীক্ষায় সবাইকে সমান সুযোগ সুবিধা দেয়া, কোটায় কোন ধরণের বিশেষ পরীক্ষা না নেয়া ও চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা দেওয়ার পাঁচ দফা দাবি জানান।

Bootstrap Image Preview