Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ৮ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

যৌন নিপীড়নের ব্যাপারে সব সময় ‘জিরো টলারেন্স’: শাবি উপাচার্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৮, ১০:০৫ AM
আপডেট: ১৪ মার্চ ২০১৮, ১০:০৫ AM

bdmorning Image Preview


শাবি প্রতিনিধিঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, যৌন নিপীড়নের ব্যাপারে এ বিশ্ববিদ্যালয় সব সময় ‘জিরো টলারেন্স’ দেখাবে এবং যৌন নির্যাতনের কোন সামান্য অভিযোগ পাওয়া গেলে আমরা কঠোর ব্যবস্থা নিব। যৌন নিপীড়নকারী যেই হোক তাকে শাস্তির আওতায় আনা হবে। তবে এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যথাসময়ে অবহিত করতে হবে।

গতকাল মঙ্গলবার (১৩মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে বাংলাদেশ ন্যাশনাল উইমেন এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত যৌন নিপীড়ন বিষয়ক এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এসকল কথা বলেন।

এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, অধ্যাপক ড. তুলসী কুমার দাস, অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমীন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মাহরুবা শারমীন চৌধুরী, বিএমবি বিভাগের সহকারী অধ্যাপক আতকিয়া ফারিহা, কানাডিয়ান হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (ডেভেলপমেন্ট) ট্রিনা ওভিইডো, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার ডেভেলপমেন্ট এডভাইজার ফারজানা সুলতানা, ইউএন উইমেনের প্রোগ্রাম এসিস্টেন্ট উম্মে সেলিনা আহমদ।

আলোচনা সভায় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ফারক উদ্দিন ‘বিল্ডিং ক্যাপাসিটি টু প্রিভেন্ট ভায়োলেন্স এগেইনস্ট উইমেন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ন্যাশনাল উইমেন এসোসিশেনের সভাপতি ফওজিয়া করিম ফিরোজ এবং সঞ্চালনা করেন ইউএন উইমেনের প্রোগ্রাম স্পেশালিস্ট পলাশ দাস।

Bootstrap Image Preview