Bootstrap Image Preview
ঢাকা, ২৩ রবিবার, সেপ্টেম্বার ২০১৮ | ৮ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি’র ইন্তেকাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৮, ০৪:০১ PM আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৮, ০৪:০১ PM

bdmorning Image Preview


নাজমুস সাকিব, ময়মনসিংহ প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও শিক্ষা স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ন-মহাসচিব অধ্যাপক  ডাঃ এ. এস. এম জাকারিয়া স্বপন চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।

দীর্ঘ দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আই সি ইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধিন অবস্থায় থাকার পর বুধবার সকাল সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানায়, মরহুমের জানাযার নামাজ বেলা তিনটায় পিজি হাসপাতালে অনুষ্ঠিত হবে, ২য় জানাযার নামাজ বাদ এশা দরিরামপুর ঈদগাহ মাঠে ও ৩য় জানাযার নামাজ রাত ৯ টায় ত্রিশালের মঠবাড়ী নিজ গ্রামে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থনে দাফন করা হবে।

তার মৃত্যুতে ত্রিশালের সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানী, আব্দুল মতিন সরকার, এড. রেজা আলী, ত্রিশাল পৌর সভার মেয়র এবিএম আনিছুজ্জামানসহ ত্রিশাল প্রেসক্লাব ও সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন গভীর শোক ও সমবেদনা জানান।

Bootstrap Image Preview