Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ৭ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

শাবিতে প্রযুক্তির ব্যবহার প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৮, ১০:৪২ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৮, ১০:৪২ PM

bdmorning Image Preview


আরাফ আহমদ, শাবি প্রতিনিধিঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি ফর এশিউরেন্স সেল’ (আইকিউএসি) এর উদ্যোগে প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আব্দুল আউয়াল  বিশ্বাস এর সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. আশরাফুল আলম এর পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব পেরলিস মালয়েশিয়ার সাবেক উপাচার্য অধ্যাপক ড. জুরাইদা মুহম্মদ জৈন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘আইকিউএসি হল জাতীয় প্রকল্প। বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অচিরেই আইকিউএসি প্রাতিষ্ঠানিক রূপ পাবে। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। উন্নয়নের জন্য পর্যাপ্ত বাজেটের চেষ্টা করছি। নতুন শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র এবং তাদের থাকার জন্য ডরমেটরি নির্মাণ করা হবে।

Bootstrap Image Preview