Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, অক্টোবার ২০১৮ | ৩ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

নোবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৮, ০৬:১৩ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৮, ০৬:১৩ PM

bdmorning Image Preview


এ.এস.এম.নাসিম, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিমা স্থাপন, দেবী অর্চনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, কুইজ প্রতিযোগীতা, নৃত্যানুষ্ঠান, বৈদিক ফ্যাশন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সকালে (২২ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ‘বাণী অর্চনা-১৪২৪’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

এ সময় সংক্ষিপ্ত বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. দিব্যদ্যুতি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তৃতা করেন, নোবিপ্রবি ফ্যাকাল্টি অব সোশাল সায়েন্স এন্ড হিউমিনিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়্যদ আতিকুল ইসলাম প্রমুখ।

অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও হলসমূহের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview