Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শুক্রবার, ডিসেম্বার ২০১৮ | ৩০ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

শাবির সপ্তম ব্যাচের পুনর্মিলনী আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৭, ০১:৪১ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭, ০১:৪১ PM

bdmorning Image Preview


আরাফ আহমদ, শাবি প্রতিনিধিঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( শাবি ) ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষের আজ শুক্রবার থেকে দুইদিন ব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান  শুরু হয়েছে। এ তথ্য জানিয়েছেন পুনর্মিলনী কমিটির যুগ্ম-আহ্বায়ক ও মিডিয়া সমন্বয়কারী সুদীপ্ত চৌধুরী।

এ সময তিনি  আরও জানান, ‘কুড়ি বছর পর নোঙর’ এই স্লোগানকে সামনে নিয়ে ‘হৃদয়ারতি’ শিরোনামে অনুষ্ঠিত হবে পুনর্মিলনীর এ অনুষ্ঠান।

পুনর্মিলনীর ১ম দিন সাড়ে ৯টায় রেজিস্ট্রেশন, পরবর্তীতে পুনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও মেধাবী সম্মাননা এবং শাবির কেন্দ্রীয় মিলনায়তনে সাংস্কৃতিক সন্ধ্যা। শনিবার থাকবে দিনব্যাপী ক্যাম্পাসে গল্প, আড্ডা ও সামাজিক সময়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

Bootstrap Image Preview