Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, অক্টোবার ২০১৮ | ২ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

কুবিতে নানা আয়োজনে শেষ হলো ‘লোক প্রশাসন’ উৎসব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৭, ০৭:০৭ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৭, ০৭:১০ PM

bdmorning Image Preview


সাইফুল ইসলাম পলাশ, কুবি প্রতিনিধি:

সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, ব্যাচভিত্তিক ক্রিকেট, ফুটবল, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শেষ হলো লোক প্রশাসন উৎসব।

বুধবার দুপুরে লোক প্রশাসন বিভাগের সংগঠন ‘পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশন’ এর উদ্যোগে লোক প্রশাসন উৎসবের সমাপনী অনুষ্ঠানটি শেষ হয়।

সমাপনী দিনে বিভাগের একাদশ ব্যাচের নবীণ শিক্ষার্থীদের বরণ এবং ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের প্রবীণ শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় দেয়া হয়।

সমাপনী দিনের অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক মাসুদা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাকির ছায়াদউল্লাহ খান, বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ আবু তাহের, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার ,বিভাগের সহকারী অধ্যাপক জিয়া উদ্দিন ,পাবলিক ডমিনিস্ট্রেশন এসোসিয়েশনের সভাপতি প্রভাষক আশিকুর রহমান, সহ-সভাপতি প্রভাষক মোঃ নাহিদুল ইসলামসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Bootstrap Image Preview