Bootstrap Image Preview
ঢাকা, ২১ শুক্রবার, সেপ্টেম্বার ২০১৮ | ৬ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

শাবিতে মেয়েদের নিয়ে ক্রিকেট খেলার আয়োজন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৭, ১০:২৪ AM আপডেট: ১৫ নভেম্বর ২০১৭, ১০:২৪ AM

bdmorning Image Preview


আরাফ আহমেদ, শাবি প্রতিনিধিঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা বিষয়ক একমাত্র সংগঠন ‘স্পোর্টস সাস্ট’ এর উদ্যেগে প্রথমবারের মতো শুধু মাত্র মেয়েদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘ইউমেন’স ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭’।

আগামী ১৯ শে নভেম্বর থেকে ২৩ শে নভেম্বর বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এই খেলা অনুষ্ঠিত হবে।

আয়োজনের কনভেনার রাশেদুল ইসলাম শান্ত জানান, ‘মেয়েদের অনেকগুলো দল ইতি মধ্যে রেজিস্ট্রেশন করেছে। বুধবার (১৫ নভেম্বর) পযর্ন্ত রেজিস্ট্রেশন করা যাবে। বৃহস্পতিবার হ্যান্ডবল গ্রাউন্ডে খেলার উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে, এতে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নিদের্শনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক মো. মুয়্যিদ হাসান, প্রক্টর সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, শারীরিক শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া প্রমুখ।

সংগঠনের সভাপতি এস এম তৌকি জানান, ‘আমাদের সংগঠনের পক্ষ মেয়েদের নিয়ে এই প্রথম ক্রিকেট খেলার আয়োজন করা হচ্ছে, যা আমাদের সংগঠনের জন্য একটি নতুন মাত্রা যোগ করবে।’

স্পোর্টস সাস্ট এর আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন নিউজ পোর্টাল বিডিমর্নিংডটকম।

Bootstrap Image Preview