Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

নাটোরে ১২৯০ পিস ইয়াবাসহ আটক ২ মাদক ব্যবসায়ী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০১৮, ০৭:১১ PM
আপডেট: ১৭ মে ২০১৮, ০৭:১১ PM

bdmorning Image Preview


অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে ইয়াবা ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪০) কে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে ১২৭০ পিস ইয়াবাসহ উপজেলার নগর জামাইদীঘি এলাকা থেকে তাকে আটক করা হয়। 

এর আগে সন্ধ্যায় উপজেলার চান্দাই ভান্ডারদহ গ্রামে অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ও ৫ গ্রাম গাঁজাসহ ময়নাল সেখ (৩৫) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী সাইফুল ইসলামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।  সাইফুল জামাইদীঘি গ্রামের মৃত সন্দেশ আলীর ছেলে।

এছাড়া সন্ধ্যায় ভান্ডারদহ গ্রামের হাসেম আলীর ছেলে ময়নাল সেখকে স্থানীয় বাজার থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ইয়াবা ও গাঁজা পাওয়া যায়। তাদেরকে বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview