Bootstrap Image Preview
ঢাকা, ২২ সোমবার, অক্টোবার ২০১৮ | ৭ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ময়মনসিংহে ট্রাক চাপায় পুলিশ সদস্যসহ নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০১৮, ১০:১৬ PM
আপডেট: ১৩ জুন ২০১৮, ১০:১৬ PM

bdmorning Image Preview


আনিস মিয়া, ময়মনসিংহ প্রতিনিধি: 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিগারকান্দা বাইপাস মোড়ে মালবোঝাই চলন্ত ট্রাক  চাপ্পায়  ২ পুলিশ সদস্যসহ নিহত হয় এবং আরও  ৬ জন আহত  হয় ।

আজ আনুমানিক সকাল ৬ টা কি ৭  টার দিকে ময়মনসিংহ শহরের বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের ২জনের মধ্যে একজন গাজীপুর জেলায় কর্মরত সাইফুল নামে ডিবি পুলিশের সদস্য। এ ঘটনায় আরও  ৬ জন আহত হয়েছে বলে জানা যায়। ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় ।

নিহতদের একজনের নাম জানা গেছে। তিনি হলেন, ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা গ্রামের সিএনজি চালক আবুল হাশেম(৩০)।

ওসি মাহমুদুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিগারকান্দার বাইপাস মোড়ে আগে থেকেই যাত্রীর জন্য দাঁড়িয়ে থাকা চারটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মালবোঝাই চলন্ত ট্রাক। এতে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাগুলো ধুমড়ে মুচড়ে যায়। এ দুর্ঘটনায় আহত ৮ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানা যায়।

Bootstrap Image Preview