হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি।।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। তার নাম নাসির উদ্দিন। উপজেলা হাতিয়ার চর ঘাসিয়া থেকে তাকে আটক করা হয়েছে। সে হাতিয়ার সুখচর ইউনিয়নের সুখচর গ্রামের আব্দুল মোতালেব মেন্দার ছেলে।
জানা যায়, মঙ্গলবার ভোর ৬ টায় হাতিয়ার দুর্ঘম চরাঞ্চলের চরঘাসিয়ায় কোস্টগার্ড অভিযান চালান। দক্ষিন জোন নির্বাহী প্রধান এম হামিদুল ইসলাম ও হাতিয়া কন্টিনজেন্ট কমান্ডার লে. শাকিল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে জলদস্যু ফোকরা বাহিনীর প্রধান ফোকরা কয়েকজন সঙ্গীসহ পালাতে সক্ষম হলেও তার সেকেন্ড-ইন-কমান্ডার কাম-ক্যাশিয়ার নাসিরউদ্দিন (৩০)কে অস্ত্রসহ আটক করা হয়।
তার কাছ থেকে রকেট ৪টি প্যারাসুট ফ্লেয়ার , ১টি একনালা দেশিয় বন্দুক, ১টি ওয়ান শ্যুটার, ৯টি কার্টুজ , ৮টি মোবাইল, ৯টি সিম ও ১টি অস্ত্রের ব্যাগ উদ্ধার করা হয়।
নাসির উদ্দিনের বিরুদ্ধে হাতিয়া থানায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে কোস্টগার্ড সূত্রে জানা যায়।