Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শুক্রবার, ডিসেম্বার ২০১৮ | ৩০ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

চাঁপাইনবাবগঞ্জে ঘাতক চালকের বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০১৮, ০৫:৪৫ PM
আপডেট: ০২ আগস্ট ২০১৮, ০৫:৪৫ PM

bdmorning Image Preview


জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার  সকালে নবাবগঞ্জ সরকারি কলেজে সামনে বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়।

আগের দিনের ঘোষণা অনুযায়ী, এ দিন সকাল ১০টার দিকেই বঙ্গবন্ধু চত্বরে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। হাতে নানা প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ করতে থাকে।

চাঁপাইনবাবগঞ্জ ছাত্রসমাজের যৌথ উদ্যোগে ৯ দফা দাবীতে এ মানববন্ধনের কয়েকশো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রায় দেড় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাইম উদ্দিন, আতিকুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা ঝূকিপূর্ণ সড়কে স্পিডব্রেকার ও সম্প্রতি ঢাকায় আব্দুল করিম ও দিয়া খানমের হত্যাকাণ্ডের ঘাতক চালকের বিচার সহ ৯টি দাবী জানান।

Bootstrap Image Preview