Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, নভেম্বার ২০১৮ | ৭ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ঘুষের টাকাসহ পল্লী বিদ্যুতের ২ প্রকৌশলী হাতেনাতে আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৮, ১০:৩৯ PM
আপডেট: ২৬ জুলাই ২০১৮, ১০:৩৯ PM

bdmorning Image Preview


লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে ঘুষের ১ লাখ ৪০ হাজার টাকাসহ পল্লী বিদ্যুৎ সমিতির দুই প্রকৌশলীকে আটক করেছে দুনীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেলে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, লালমনিরহাট কুড়িগ্রাম পল্লী বিুদ্যৎ সমিতির কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মমিনুর রহমান ও একই অফিসের সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম।

লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ নিয়ে দুদক রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোজাহার আলী সরকার বড়বাড়ি এলাকায় অভিযান চালান। এ সময় বিদ্যুৎ কাজের জন্য গ্রাহকের কাছে ঘুষ নেয়ার সময় হাতেনাতে ব্যবহৃত পাজেরো গাড়িসহ তাদেরকে আটক করা হয়।

এ সময় ঘুষের এক লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় দুদকের উপ পরিচালক মোজাহার আলী বাদি হয়ে সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview