Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামসহ সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই ২০১৮, ১১:৪১ AM
আপডেট: ২২ জুলাই ২০১৮, ১১:৪১ AM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

চট্টগ্রামসহ সকল সমুদ্রবন্দরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর জোরালো অবস্থানের কারণে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। সতর্কতা সংকেতের জন্য এসময় সকল নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। 

আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী ডিউটি অফিসার সৈয়দা মিমি পারভীন জানান, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, পটুয়াখালী, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলের নদীগুলোর ওপর ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে এবং তা বহাল রয়েছে।

উল্লেখ্য, আগামীকাল ২৩ জুলাইয়ের পর আবহাওয়া পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হবে। বিশেষ করে চট্টগ্রামসহ কিছু জেলার বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।

Bootstrap Image Preview