Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

পার্বতীপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০১৮, ০৭:৪৮ PM
আপডেট: ২০ জুলাই ২০১৮, ০৭:৪৮ PM

bdmorning Image Preview


আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

‘স্বয়ং-সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)। সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল করীমের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, হ্যাচারীর খামার ব্যাবস্থাপক আঃ সালাম প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক প্রমূখ।

Bootstrap Image Preview