Bootstrap Image Preview
ঢাকা, ২০ বৃহস্পতিবার, সেপ্টেম্বার ২০১৮ | ৫ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ আফ্রিকায় ঝড়ে গেল আরও এক প্রবাসীর প্রাণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০১৮, ১০:৪২ PM আপডেট: ১১ জুলাই ২০১৮, ১০:৪২ PM

bdmorning Image Preview


এস.আই রনি, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধিঃ

জীবিকার সন্ধানে  দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমানো প্রবাসী মো. নুর আহম্মেদ নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিহত নূর আহম্মেদের দেশের বাড়ি ফেনির ছাগলনাইয়া থানার হিছাচড়ি গ্রামে।

এর আগে গত রবিবার হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি। এক পর্যায় রাত ১১টার দিকে রক্তবমি করতে থাকেন। অবস্থা বেগতিক দেখে স্থানীয় স্বজনদের সহায়তায় তাকে দ্রুত জোহানেসবার্গের হেলেন জোসেফ হাসপাতালে নিয়ে যায়ওয়া হয়।

সেখানেও অবস্থার অবনতি দেখে রাত তিনটার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউ ভর্তি করান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের কাছে হেরে গেলেন তিনি।

জানা যায়, তিনি ২০১৬ সালের শেষের দিকে আফ্রিকায় জীবিকার সন্ধানে পাড়ি জমান। শুরুতে বিভিন্ন জায়গায় চাকরি করলেও বর্তমানে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি জোহানেসবার্গের স্মল স্ট্রীটে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে যান। বড় ছেলের বয়স ৭ বছর এবং ছোট ছেলের বয়স দেড় বছর। নিহত নুর আহম্মেদের লাশ ১৩ জুলাই (শুক্রবার) দেশে পাঠানোর চেষ্টা করা হবে।

Bootstrap Image Preview