Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, নভেম্বার ২০১৮ | ৭ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

এশিয়া প্যসিফিক শিশু কনভেনশনে যোগ দিতে যাচ্ছে বাংলাদেশের শিশু সাংস্কৃতি দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৮, ১১:০৭ PM
আপডেট: ১০ জুলাই ২০১৮, ১১:১৪ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং নারী ডেস্ক- 

জাপানের ফুকুওকায় অনুষ্ঠিতব্য ৩০ তম এশিয়া প্যসিফিক শিশু কনভেনশনে যোগ দিতে যাচ্ছে বাংলাদেশের ৯ সদস্য বিশিষ্টি শিশু সাংস্কৃতি দল। 

আজ ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার সকাল ১০ টায় শিশু একাডেমী মিলনায়তনে এশিয়া প্যসিফিক শিশু কনভেনশনে যোগ দিতে যাচ্ছে বাংলাদেশের ৯ সদস্য অংশগ্রহণকারী শিশুদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক আনজীর লিটন।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাপান অ্যাম্বাসির কালচারাল স্পেশালিস্ট কাজী বুশরা আহমেদ তিথি এবং জুনিয়র অ্যাম্বাসেডরদের পক্ষে অনুভুতি ব্যক্ত করে আরিয়ানা প্রীতি।

মেহের আফরোজ চুমকি বলেন, এই ছোট শিশুরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এশিয়া প্যাসিফিক দেশের শিশুদের সাথে। এক সময় এরা বাংলাদেশের শিল্প স্ংস্কৃতির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জবল করবে। সকল শিশুকে ফুল উপহার দিয়ে সকলের শুভ কামনা করবেন।

শিশু সাংস্কৃতিক দলে লিয়াজোঁ অফিসার হিসেবে বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক আনজীর লিটন, সেপরন হিসেবে প্রোগ্রাম অফিসার ফৌজিয়া সুলতানা, বাংলাদেশ ব্রিজ ক্লাবের  সভাপতি সুমাইয়া রহমান রিসাসহ জুনিয়র অ্যাম্বাসেডর (শিশু) থাকছে রাকান হাসমত, মুসফিক বিন জামান অর্জন, মুনে শাহরিয়াল মিহি, মাইশা আহমেদ, আরিয়ানা প্রীতি, প্রতিষ্ঠা চাকমা প্রমুখ।

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতি বছর জাপানের ফুকুওকায় এশিয়া প্যাসিফিক চিলড্রেন কনভেনশন অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ শিশু একাডেমী থেকে উল্লিখিত ৩০ তম এশিয়া প্যাসিফিক চিলড্রেন কনভেনশনে  সাংস্কৃতিক কর্মসূচি বিনিময়ে অংশগ্রহণের জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি শিশু সাংস্কৃতিক দল আগামী ১২ জুলাই সিঙ্গাপুর এয়ারলাইনস যোগে ফুকুওকার উদ্দেশ্যে রওনা করবে। সাংস্কৃতিক দলটি আগামী ২৪ জুলাই ২০১৮ তারিখে ঢাকার উদ্দেশ্যে জাপানের ফুকুওকা ত্যাগ করবে।

Bootstrap Image Preview